
সেবা ডেস্ক: চাঁদপুর জেলার হাজীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় একজনকে খালাস দেয়া হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।
দণ্ডিত ফারুক হোসেন হাজীগঞ্জের এনায়েতপুর মুন্সিবাড়ির আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।
আদালতের পিপি অ্যাডভোকেট আমান উল্লাহ বলেন, মামলার শুনানি শেষে উপজেলার পালিশারার হাসান আলীর মেয়ে হালিমাকে হত্যার দায়ে তার স্বামীকে ফাঁসির আদেশ দেয় আদালত। এসময় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া এ মামলায় হালিমার শাশুড়ি মনি বেগমকে খালাস দেয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালে ফারুকের সঙ্গে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্যে আকলিমাকে চাপ দিত ফারুক। টাকা না পেয়ে আকালিমাকে মারধর করতো সে। ২০১৫ সালের ২৯ জুন দুপুরে ফারুক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় ফারুক হোসেন ও তার মা মনি বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ দুলাল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।