রৌমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

S M Ashraful Azom
0
রৌমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে ।

মে দিবস মূলত শহীদ শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে পালিত হয়ে আসছে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সূচ ফ্যাক্টরিতে মেশিন দ্বারা সূচ তৈয়ারীর পরিকল্পনা হাতে নিলে শ্রমিক জনহেনরী তার প্রতিবাদ করে এবং মারা যায়।

পরে ঐ ঘটনার প্রেক্ষিতে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে শ্রমিকরা হে মার্কেটে জমায়ে়ত হলে তখনকার প্রভাবশালী ব্যবসায়ীদের ইঙ্গিতে পুলিশ শ্রমিকদের ওপর গুলীবর্ষণ করে। এতে প্রায়় ১০-১২জন শ্রমিক নিহত হয়।

পরে, ১৯০৪ সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতান্ত্রীকদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক আটঘন্টা কাজের সময় নির্ধারণের দাবী আদায়ে়র জন্য বিশ্বজুড়ে় ১লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা করার সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের প্রতি আহবান জানানো হয়়।

সেই সম্মেলনে সকল শ্রমিক সংগঠন মে’র ১ তারিখে “বাধ্যতাম‚লকভাবে কাজ না করার” সিদ্ধান্ত গ্রহণ করে। তখন থেকে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং কিছু কট্টর সংগঠন শ্রমিকদের বিভিন্ন দাবী জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয়়। বাংলাদেশ এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় ১লা মে (বুধবার) সকাল ১১ টায় রৌমারী উপজেলার নওদাপাড়া এল.সি পোর্ট লোড-আনলোড শ্রমিক লীগ ইউনিয়নের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী নতুনবন্দর স্থলবন্দর হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওদাপাড়া অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওদাপাড়া এল.সি পোর্ট লোড-আনলোড শ্রমিকলীগ ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী। সভায় আরোও বক্তব্য রাখেন, এল.সি পোর্ট লোড-আনলোড শ্রমিক লীগ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, অফিল মিয়া, আবুল হাশেম মিডু, আইয়ুব আলী ও শাহাজালাল প্রমুখ।

আলোচনা সভায় ১লা মে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বক্তাগণ বক্তব্য রাখেন এবং মে দিবসের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহŸান জানান। সভাটি সঞ্চলনা করেন এল.সি পোর্ট লোড-আনলোড শ্রমিক লীগ ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস ছবুর (ফক্কু)।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top