
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা ও পৌরসভা টাইলস স্যানেটারী ও রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে উক্ত সংগঠনের দপ্তর সম্পাদক আলমগীর হোসেনের উদ্যোগে ও সংগঠনের সার্বিক সহযোগিতায় জাতীয়, কালো ও সংগঠনের পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বর্ণাঢ্য র্যালী ও সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ও পৌরসভা টাইলস, স্যানেটারী, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, সহ-সভাপতি রহমত আলী প্রমানিক, সহ-সাধারন সম্পাদক খলিলূর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মোলা, অর্থ সম্পাদক জুয়েল আহম্মেদ, প্রচার সম্পাদক মাজম আলীসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।