
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।
উপজেলার বেলগাছা মিয়া পাড়ায় রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক জানান, মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর পুত্র আব্দুর রহিম(৬০) নিজ গৃহে সুইচ দিতে গেলে বিদ্যুতায়ত হয়। এ সময় পাশের বাড়ীর রাসেল মিয়ার স্ত্রী গৃহবধু লিমা বেগম (২০) দেখতে পেয়ে বৃদ্ধাকে বাচাঁতে যান।
এক পর্যায়ে তারা দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা শুনেছি।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।