
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর নেতৃত্বে পলাশবাড়ী উপজেলার কয়েকটি সংগঠনে বিভক্ত সাংবাদিকদের একিভুত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ মে রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিজ নিজ স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।
এ মতবিনিময় সভায় পলাশবাড়ীর ৪টি প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এসময় ঐক্যবদ্ধ হওয়া ও একত্রিত হওয়ার প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরেন এবং সামাধানের দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও ঠিকাদার এনামুল হক মকবুল, ৫ নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।