শত অনুরোধ করলেও গণফোরামে যাবেন না সুলতান মনসুর!

S M Ashraful Azom
0
শত অনুরোধ করলেও গণফোরামে যাবেন না সুলতান মনসুর!
সেবা ডেস্ক: ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন সুলতান মনসুর। দেশের মানুষের কাছে দায়বদ্ধতার কথা চিন্তা করে শপথ নেয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্তে গণফোরাম থেকে বহিষ্কার করা হয় তাকে।

এদিকে, ২৮ এপ্রিল দলীয় সিদ্ধান্তে বিএনপির ৪ নেতা শপথ গ্রহণ করলে পুনরায় গণফোরামে ফিরে যাবার ডাক পান সুলতান মোহাম্মদ মনসুর। কিন্তু গণফোরামে ফিরতে চাইছেন না সুলতান মনসুর। সুলতান মনসুরের সঙ্গে আলাপকালে বিষয়টির সম্পর্কে বিস্তারিত জানা যায়।

এ প্রসঙ্গে সুলতান মনসুর বলেন, আমার শপথ নেয়া সঠিক ছিলো তা, বিএনপির এমপিদের শপথের মধ্য দিয়ে প্রমাণ হলো। দল আমাকে বহিষ্কার করেছে। বর্তমানে গণফোরামের অনেক নেতাই আমাকে দলে ফিরে আসতে বলছেন। তবে এতে আমার কোনো কিছু আসে যায় না। আমি এ দলের সাথে সম্পৃক্ত না। বর্তমান প্রেক্ষাপটে এ পার্টির অবস্থান জিরো প্লাস, জিরো প্লাস, জিরো-ইকুয়ালটু জিরো। যার কোনো ঠিক ঠিকানা নাই।

তিনি আরো বলেন, আমি শুধুমাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই গণফোরামে যোগ দিয়েছিলাম। গণফোরামের নয় নির্বাচনী এলাকার মানুষের প্রতিনিধিত্ব করছি। এছাড়া গণফোরাম তো দুর্বল রাজনৈতিক দল, অতএব ভবিষ্যতহীন এ দলে যোগ দেয়ার কোনো মানেই হয় না। তবে ড. কামাল হোসেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি তাকে সম্মান করি।

এই বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, সুলতান মনসুরের বহিষ্কারাদেশ আমরা প্রত্যাহার করেছি। খুব শিগগিরই আমরা তাকে দলে ফিরিয়ে আনতে পারব বলে বিশ্বাস করি। সত্যি কথা বলতে গণফোরামের মূল কর্তৃত্ব বর্তমানে আমাদের হাতে নেই। তবে খুব শিগগির আমরা সুলতান মনসুরকে দলে ফিরিয়ে আনবো। যদিও সুলতান মনসুর বলেছেন তিনি গণফোরামের কেউ না, তবে আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এ অবস্থায় আমাদের দল থেকে নির্বাচিত দুই সদস্যের বিষয়ে দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আমরা তাদের সঙ্গে অন্যায় করেছি। শিগগিরই দলীয় ফোরামে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top