
সেবা ডেস্ক: অবশেষে মুক্তি পাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। অভিনেতা বিবেক আনন্দ ওবেরয় এই সিনেমায় প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওমুং কুমার।
মোদির জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়। এটি বিশ্বব্যাপী ১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন থেকেই ভারতে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাওয়াতে রাতেই সিনেমাটির মুক্তি বন্ধ করে দেয়া হয়েছিল।
মোদির বায়োপিকের প্রযোজক সন্দীপ সিং বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক চলচ্চিত্র সম্পর্কে কৌতূহল ও উত্তেজনার পর আমরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই অবিলম্বে এটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২৪ মে আমাদের চলচ্চিত্রটির মুক্তি পাবে।
তিনি আরো বলেন, ১৯ মে এই দেশে সাত দফার লোকসভা নির্বাচন শেষ হবে। এরপর সিনেমার প্রচারের জন্য আমাদের হাতে থাকবে মাত্র চার দিন। আমি আশা করছি, এখন আর কারো কোনো সমস্যা হবে না এবং আমরা আশাবাদী যে সিনেমার মুক্তি নিয়েও আর কোনো সমস্যা হবে না।
ভারতে লোকসভা নির্বাচন শুরু হওয়ার একদিন আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, নির্বাচনের সময় কোনোভাবে এই প্রক্রিয়াকে ব্যাহত করার সম্ভাবনা রয়েছে এমন কোনো চলচ্চিত্র ইলেকট্রনিক মিডিয়াতে প্রদর্শিত হবে না।
ওই সময় কংগ্রেস অভিযোগ করেছিল, জাতীয় নির্বাচনের সময় এই চলচ্চিত্রের মুক্তি পেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে। চারজন বিজেপি অফিসার চলচ্চিত্র নির্মাতাদের দলে রয়েছেন বলেও কংগ্রেস অভিযোগ করেছিল।
প্রধানমন্ত্রী মোদির বায়োপিকে আসলে মোদির শৈশব কৈশোর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সফরকেই চিহ্নিত করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।