
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সাব রেজিষ্ট্রেশন অফিসের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। দূর্বল অবকাঠামো দীর্ঘদিন থেকে জড়াজীর্ণ এই অফিসের রেকর্ড পত্র গুলো দিনদিন তাদের নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলছে। অন্যদিকে স্বল্প জায়গায় হওয়ায় দলিল লেখক সহ জমির ক্রেতা ও বিক্রেতাদের প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে।
ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় এ নিয়ে প্রতি নিয়তই বিভিন্ন মন্তব্য করে চলছে। তারা প্রয়োজনীয় কাগজপত্র বিলীন হওয়া থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টিও কামনা করছে।

জানাগেছে,উপজেলা সদরের পৌর এলাকার কিংজাল্লা হাসপাতাল রোডে অবস্থিত আবু সাঈদ খানের টিনসেড ভবনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে সাব রেজিষ্ট্রেশন অফিসের কার্যক্রম চলে আসছে। খুব জরাজীর্ণ ভবনটি সংস্কার না করায় এবং প্রয়োজনীয় আসবাবপত্র না থাকার ফলে বৃষ্টির পানিতে প্রয়োজনীয় ইসলামপুর বাসীর জমির সকল রেকর্ডপত্র গুলো ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। হারাতে বসেছে তাদের অস্তিত্ব। যেন দেখার কেউ নেই।
অন্যদিকে অল্প পরিসরে স্বল্প জায়গা হওয়ায় দলিল লেখকদেরও হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়াও জায়গা সংকটের কারনে জমির ক্রেতা ও বিক্রেতাদের ছাউনি না থাকায় মেইন রোডে আশপাশেই সময় কাটাতে গিয়ে প্রতিনিয়তই দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।
ইসলামপুরবাসী দাবী,গুরুত্বহীনতার কারণেই অস্তিত্ব হাড়াবে বসেছে এসব রেকর্ডপত্র। তাই জমি সংক্রান্ত প্রমানাধী মুল্যবান কাগজপত্র,ভলিয়ম গুলো যাতে নস্ট না হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।