
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: রাজিবপুর পাইলট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। মাহববুর রশিদ মন্ডল নামের একজন প্রভাবশালী এ জায়গা দখল করেন বলে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লবী আক্তারের সহযোগিতায় স্কুলের জায়গা দখল করেন মাহবুব মন্ডল। জায়গা দখলের পর বেশ ক’টি তাজা মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে।
বিষয়টি নিয়ে সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষকের নিকট এর প্রতিকার চাইলে তিনি সবার সাথে দুর্ব্যাবহার করেন। এছাড়াও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে টাকা আত্মসাত, কর্তব্য কাজে অবহেলা ও নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক বিপ্লবী আক্তারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সহকারী শিক্ষকগণের অনিয়মিত স্কুলে আসা-যাওয়া ও কর্তব্যে ফাঁকি দেয়ার বিষয়টি শক্ত হাতে দমন করেছি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন তারা।
এদিকে রোববার জায়গা দখল ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত দুর্নীতির বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করেছেন রাজিবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেলেও তদন্তের গোপনীয়তার জন্য এ মূহুর্তে কোন কিছু বলা যাচ্ছে না।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।