
সেবা ডেস্ক: প্রবল গতিতে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রচন্দ গতির ঘূর্ণিঝড় ‘ফণি’। এ উপলক্ষে ভোলায় সচেতনতা ছড়াতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ পাওয়ার বাংলাদেশ”।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত দ্বীপ জেলা ভোলার বিভিন্ন চরে সতর্কতা প্রচারের পাশাপাশি দুর্যোগের আগে ও পরে করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়েছেন সংগঠনের সদস্যরা। এ সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘ফণি’র কবল থেকে বাঁচতে সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তারা।
দিনভর সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেন ইয়ুথ পাওয়ার বাংলাদেশের প্রধান আদিল হোসেন তপু, সদস্য গোপাল চন্দ্র দে, রহমান মিম, সাদ্দাম হোসেন, আবদুল্লাহ আল ইসলাম নোমান, খাদিজা মিম, আফছানা অ্যানি।
আদিল হোসেন তপু ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা বিভিন্ন চরাঞ্চলে গিয়ে মাইকিং করে ৭ নম্বর বিপদ সঙ্কেতের কথা জানিয়ে সবাইকে নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছি। খাবার, পানি, ডাক্তারি সরঞ্জামসহ প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে রাখতে বলেছি। ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে বলেছি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।