
সেবা ডেস্ক: গতকাল শুক্রবার বিকেলে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ধস নেমেছে। বাঁধের মাতাব্বরহাট অংশ দিয়ে প্রবল গতিতে পানি ঢুকছে।
অস্বাভাবিক জোয়ারের কারণে আরো ভাঙতে পারে বাঁধটি। বাঁধে ধস নামায় স্থলভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা করছে কমলনগরের মানুষ। এরইমধ্যে অনেকেই নিজেদের বসতভিটা ছেড়ে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন।
রামগতির ইউএনও মোহাম্মদ রফিকুল হক জানান, অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। তবে এখনো ২০ হাজারের বেশি মানুষ ঝুঁকি নিয়ে নিজেদের বাড়িতে অবস্থান করছেন। তাদের নিরাপদে রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, ‘ফণি’র প্রভাবে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ফুট পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ার ও ঢেউয়ের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।