
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সকল অশ্লীল কার্যক্রম বর্জন করা সহ রমজানের পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় ইসলামিক ফাউন্ডেশন বকশীগঞ্জ শাখার উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিতে নেতত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
র্যালি শেষে উপজেলা চত্বরে সামবেশে বক্তৃতা করেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন, মওলানা আঃ রাজ্জাক প্রমুখ ।
র্যালি ও সমাবেশে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।