আমির খানের সঙ্গে কাজ করতে চায় সানি লিওন

S M Ashraful Azom
0
আমির খানের সঙ্গে কাজ করতে চায় সানি লিওন
সেবা ডেস্ক: এক সময়ের পর্ন তারকা সানি লিওন সমালোচকদের মুখে ছাই দিয়ে নিজের সাফল্যের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। বলিউডে পা রাখার পর নিজের অতীতের জন্য নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো সাবেক ইন্দো কানাডিয়ান এই পর্নস্টারকে।

তবে সকল সমালোচনা পিছনে ফেলে সানি লিওন মুখিয়ে আছেন এবার খানদের সঙ্গে সিনেমা করার জন্য। আমিরের পাশে থেকে কাজ করার আগ্রহ তার। আপাতত এক সেকেন্ড সময় হলেও চান সানি লিওন। অবশ্য শাহরুখের সঙ্গে এরই মধ্যে অভিনয় করেছেন সানি লিওন। তবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নয়, আইটেম গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা যাবে সানিকে। 'রয়েস' সিনেমায় দেখা যাবে সানি আর শাহরুখ খানকে।

শাহরুখের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ হলেও এখন বিভোর আমির খানের সঙ্গে অভিনয় করতে। অবশ্য আমির খান এর আগে বলেছিলেন, সানির সঙ্গে অভিনয়ে কোনো আপত্তি নেই।

একসঙ্গে দুজনে লাঞ্চও করেছেন বলে আলোচনা আছে। এতে করে আমিরের সঙ্গে অভিনয়ের স্বপ্ন আরো একধাপ বেড়ে গেছে। আমিরের সঙ্গে আপাতত ১ সেকেন্ডও সুযোগ পেলেও তিনি নিজেকে ধন্য মনে করবেন।

ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী বর্তমানে 'ওয়ান নাইট স্ট্যান্ড'র প্রচারণায় ব্যস্ত। সেখানে এক সংবাদ সম্মেলনে আমির খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সানি এসব কথা বলেন।

আমির খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে সানি বলেন, যদি আমিরের সঙ্গে এক সেকেন্ডও কাজ করার সুযোগ পাই, তাহলে পৃথিবীর সবথেকে সুখী নারী মনে করবো। শুধু আমিই না যেকোনো অভিনেত্রী আমিরের মতো একজন অসাধারণ মানুষের সঙ্গে কাজ করতে আগ্রহবোধ করবেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top