
সেবা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এজন্য সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারর্সকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সকালে সাভারে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেছেন।
সাভার সেনানিবাসের ফায়াারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়াার্টারর্সকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। দুর্যোগের পূর্বে, চলাকালে বা পরবর্তী যেকোন দায়িত্ব পালনের জন্যে সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।
এছাড়া একই নির্দেশনা নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাঁদের নিজ নিজ বাহিনীকে দিয়েছেন। উল্লেখ্য ঘুর্ণিঝড় আঘাত আনতে পারে এরূপ ঝুঁকিতে থাকা এলাকাসমুহে সেনা, নৌ এবং বিমানবাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।