
গাইবান্ধা জেলা প্রতিনিধি : ৫ ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ (৬ থেকে ১২ মে) উদযাপন উপলক্ষে গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৬ মে সোমবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজন এবং জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিআরটিএ'র সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে একটি র্যালী বের হয়। এ সময় র্যালীটি উদ্বোধন ঘোষণা করেন পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি।
পরে নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ’র উপ পরিচালক মো. মইনুল ইসলাম, জেলা মটর মালিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন মুকুল, আমিনুল ইসলাম প্রমূখ। এ সময় সড়ক বিভাগ, বিআরটিএ, শ্রমিক পরিবহন ইউনিয়ন, বাস মালিক গ্রæপেরর কর্মকর্তা, নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।