লোভে পড়ে বিএনপির ৫ এমপি সংসদে, স্পষ্ট করলো গয়েশ্বর!

S M Ashraful Azom
0
লোভে পড়ে বিএনপির ৫ এমপি সংসদে, স্পষ্ট করলো গয়েশ্বর!
সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত ৫ প্রার্থীর সংসদে যোগদান নিয়ে দলের একাংশের নেতাদের অন্তর্জ্বালা কমছেই না। তারা বলছেন, বিগত এক যুগের মধ্যে এটিই বোধহয় বিএনপির শ্রেষ্ঠ ভুল, শ্রেষ্ঠ পরাজয়। যার কারণে বিএনপির অবস্থান তলানিতে পৌঁছে গেছে।

এই ইস্যুকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সরব অবস্থানে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি অংশ। একাদশ সংসদে যোগ দেয়া নিয়ে বিভিন্ন মন্তব্য ও সমালোচনার ধারাবাহিকতায় এবার তিনি বলেছেন, একাদশ সংসদে যোগ দিতে বিএনপির পাঁচজন সংসদ সদস্যের ওপর চাপ নয় বরং লোভ বেশি ছিল বলে তারা সংসদে যোগ দিয়েছেন। আমরাও এটা জানি- দলের অনেক নেতাই এ থেকে লাভবান হবেন। আর সে উদ্দেশ্যেই কৌশলের কথা বলে শপথ গ্রহণের কর্মযজ্ঞ।

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে একটি সভায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত ছিলো সংসদে না যাওয়ার, কিন্তু সংসদে গেলাম। এখানেই তো বুঝতে হবে, আমাদের সমস্যা আছে।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, বিষয়গুলো বুঝতে হবে। যে যাওয়ার সে যাবেই। চাপের অজুহাতে তারা সংসদে যোগ দিয়েছে। আসলে সেসব নয়, এদের ওপরে চাপ নয়, লোভের চাপ ছিলো। লক্ষ্য করে দেখেন, এরা একদিনের জন্যও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি চায়নি। ওই পাঁচজনের দলের প্রতি, রাজনীতির প্রতি অঙ্গীকার নেই। এই পাঁচজন অবাধ্যকে যদি আমরা বাধ্য করতে পারতাম, তাহলে আজকে আমাদের দুঃখ থাকত না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা বেশি কাজে ফাঁকি দিই। আমরা কমিটি করি। কিন্তু কেউ সংগঠন করি না। একটি কমিটি মানেই সংগঠন না। আর নেতৃত্বের যেখানে দুর্বলতা হয়, সেখানে বহুজনের কমিটি হয়। কমিটিতে যখন যুগ্ম-আহ্বায়কের সংখ্যা বেশি, সদস্য সচিব থাকে, তখনই বুঝতে হবে, কেউ কাউকে মানে না। তার মানে অঙ্গীকারের অভাব। সংগঠনের চেয়ে নিজেকে সবাই বড় মাপের দেখতে চায়।

এর আগে বিএনপির ৫ সদস্যের সংসদে যোগদান নিয়ে গয়েশ্বর মির্জা ফখরুলকে নানা রকম আপত্তিকর মন্তব্য করলেও এবার কিছুটা কৌশলী হয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, লাভ শুধু বিএনপির ওই ৫ জনের নয়, লাভ আরও কয়েকজনেরও হয়েছে। সময় হলে সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। আপনারা প্রস্তুত থাকবেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top