
সেবা ডেস্ক: রাজনীতিবিদদের সম্মানে গত মাসের ২৮ তারিখে ৩০ টাকার ইফতার কর্মসূচির আয়োজন করে নানা সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এদিকে, ৩০ টাকার ইফতার আয়োজনের কৃতিত্ব বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে দেয়ায় দলের অভ্যন্তরে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিপুন রায়ের শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়।
বলা হচ্ছে, সংসদের সংরক্ষিত আসন না পেয়ে ক্ষিপ্ত হয়ে গয়েশ্বর পরিবার মধুর প্রতিশোধ নিতে ৩০ টাকার ইফতার আয়োজন করেছে। বেগম জিয়ার সম্মানকে মাত্র ৩০ টাকার সঙ্গে তুলনা করায় তাদের সমালোচনায় মুখর হয়েছেন দলটির কেন্দ্রীয় এক নেতা।
এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বেগম জিয়ার সম্মানকে মাত্র ৩০ টাকার সঙ্গে তুলনা করে গয়েশ্বর পরিবার যা করলো তা অত্যন্ত গর্হিত একটি কাজ। বিএনপির উপর মধুর প্রতিশোধ নিতেই নিপুন রায় কৌশলে ৩০ টাকার নামে বেগম জিয়াকে বদনাম করেছেন। শুধু ইফতার ছিল বলে এই আয়োজন নিয়ে কিছু বলতে পারিনি। এখন দেখছি শ্বশুর-বউ মিলে বিএনপিকে বেকায়দা ফেলছেন।
তিনি আরো বলেন, হাস্যকর ব্যাপার হলো- গয়েশ্বর চন্দ্র রায় দলের আস্থা হারিয়ে এখন ছেলের বউয়ের কর্মকাণ্ড নিয়ে মাতামাতি করছেন। ৩০ টাকার রাজনীতি করে বেগম জিয়াকে কেবল অপমান করা হয়েছে মাত্র। নিপুন রায় যা করেছেন তার সার্থকতা বিচার করবে দলের নেতা-কর্মী। পরিবারতান্ত্রিক রাজনীতি করার কারণে বিএনপি এমনিতেই সমালোচিত। সুতরাং, গয়েশ্বর চন্দ্র রায়ের এমন তোষামোদির রাজনীতি কখনই গ্রহণযোগ্য নয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।