
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর হোসেনের গাফলাতির কারনে ৬মাস পর ভিজিডির চাল পেল ৬২০জন সুবিধাভোগী। অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের ভিজিডি সুবিধাভোগীদের তালিকা জমা দিতে গড়িমশি করায় দীর্ঘ ৬ মাস পর সুবিধাভোগীরা চাল পেতে এই ভোগান্তির শিকার হয়েছেন।
২৯ জুন (শনিবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ২০১৮-১৯ অর্থ বছরের ৬২০ জন সুবিধাভোগীদের ২ কিস্তির চাল দিতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, জানুয়ারী ও ফেব্রুয়ারী ২ মাসের চাল বিতরণ করা হচ্ছে। বাকি ৪ মাসের চাল একই নিয়মে ২ মাস পরপর বিতরণ করা হবে। ইহাতে সুবিধাভোগীরা আরো ৬ মাসের চাল পাওনা থাকবে। অপরদিকে বাকি ৫টি ইউনিয়নেরও ভিজিডির চাল ৫ মাস পর বিতরণ শুরু করেছেন।
ফলে সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুন্ন করেছে তেমনি সুবিধাভোগীরাও চেয়ারম্যানের গাফিলাতিতে হয়রানির শিকার হচ্ছে।
এ ব্যাপারে রৌমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পবন কুমার সরকারের সাথে মোবাইলে ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।