
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের থুরিবাঘাডোবা গ্রামের সুরতুজ্জামান তালুকদারের ছেলে প্রবীন সাংবাদিক রহুল আমিন তালুকদার আর নেই। ইন্নানিল্লাহি...রাজেউন।
তিনি ২৯ জুন দুপুর দেড়টার দিকে নিজবাড়িতে শেষ নি:শস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভোগতে ছিলেন। রুহুল আমিন ছাত্রজীবনে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের একজন সক্রিয় কর্মী ছিলেন।
স্কুল জীবনে তিনি মালঞ্চ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে বিপুল ভোটে জিএস নির্বাচিত হন। রহুল আমিন দীর্ঘদিন মাদারগঞ্জ থেকে প্রকাশিত গ্রামবাংলার খবর সাপ্তাহিক পল্লীবাণীর স্টাফ রিপোর্টার এবং মেলান্দহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ছিলেন। পরবর্তীতের বদর আমিন চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদ এশা মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।