
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের ১ মাস অতিবাহিত হলেও প্রতিবন্ধী যুবক আব্দুল আলিমের (২৫) সন্ধান মেলেনি। আব্দুল আলিম উপজেলার মথুরাপুর গ্রামের হতদরিদ্র সোহরাব আলীর ছেলে। এঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
নিখোঁজের পরিবার জানায়, গত ২২ মে সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়েছে বহুমাত্রিক প্রতিবন্ধী আব্দুল আলিম। প্রায় ৫ ফুট উচ্চতার শ্যামবর্ণের ওই যুবক এরপর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার বাবা সোহরাব আলী বাদী হয়ে ৯ জুন ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করে।
এদিকে নিখোঁজের ৩৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই প্রতিবন্ধী যুবকের সন্ধান মেলেনি। ফলে পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছে। কেউ তার সন্ধান পেলে ০১৭৩২২৫০৩৭৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার বাবা।
এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রতিবন্ধী যুবকের ছবি দেশের সকল থানাতে পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে তার অনুসন্ধান প্রক্রিয়া চলমান রেেছ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।