
ওয়াসিম হায়দার, লোহাগড়া: দ্রুত এবং কম খরচে স্থানীয় বিরোধ নিস্পত্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় দেশের ১০৮০ টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ।
প্রকল্পের অধিনে সাতকানিয়া উপজেলায় ১২ টি ইউনিয়নে উক্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গ্রাম আদালতকে আরো বেশি শক্তিশালী করতে এবং যথাযথ আইন এবং বিধিমালা অনুসারে গ্রাম আদালত মামলা নথিভুক্ত করার লক্ষ্যে প্রকল্পভুক্ত ১২টি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক ফরমস, ফরমেট ও রেজিষ্টার বিতরণ করা হয়।
২৭ জুন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা শেষে প্রকল্পভুক্ত ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে উক্ত ফরমস ফরমেট ও রেজিষ্টার তুলে দেন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মোবারক হোসেন।
এই সময় তিনি বলেন গ্রাম আদালত জনগণের দোড় গোড়ায় আইনী সেবা পৌছে দেওয়ার একটি সহজ মাধ্যম। তাই যথাযথ আইন এবং বিধিমালা অনুসরণ করে গ্রাম আদালত পরিচালনা করতে হবে। স্থানীয় ছোট খাট দেওয়ানী ও ফৌজদারী বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে গ্রাম আদালতের উপর সাধারণ জনগণের আস্থা তৈরী করতে হবে।
ফরমস ফরমেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলম এবং প্রকল্পভুক্ত ইউনিয়নের গ্রাম আদালত সহকারীবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।