গৃহ বিবাদ-অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপি!

S M Ashraful Azom
0
গৃহ বিবাদ-অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপি!
সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দূর করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের শিরদাঁড়া খাঁড়া করার আহ্বান জানিয়েও ব্যর্থ হয়েছেন। কারণ অন্তঃকলহে দলের সাংগঠনিক শক্তিই শুধু দুর্বল হচ্ছে না বরং গৃহবিবাদ-অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়ছে। বিএনপির রাজনীতির সাম্প্রতিক তথ্য-উপাত্ত যাচাই করেই এমনটা মনে হচ্ছে।

সুতরাং দলকে শক্তিশালী করতে মির্জা ফখরুল যা করার চেষ্টা করছেন, তা কেবল ‘উলু বনে মুক্তা ছড়ানোর মতো’ বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

একটি সূত্র বলছে, বিএনপি দীর্ঘ সময় হাতে পেলেও দল গোছানোর অসমাপ্ত কাজগুলো করতে পারেনি। দলীয় কোন্দল অথবা ক্ষমতা ধরে রাখার কারণেই দলটিকে বিশৃঙ্খল অবস্থায় রাখা হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। কারণ বিএনপির অনেক জেলা, উপজেলা কমিটি অকার্যকর। কেন্দ্রের সাথে তৃণমূলের কার্যকর কোন যোগাযোগ নেই। রাজনৈতিক মামলার শিকার হওয়া নেতা-কর্মীরা পাশে পাচ্ছেন না দলকে। বিএনপির রাজনৈতিক মূল্যবোধর চরম অবক্ষয় হয়েছে। যার কারণে বিএনপি মানবিক রাজনীতি করতে পারছে না। কারণ বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছে একাধিক সুযোগ সন্ধানী পক্ষ।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সুবিধা আদায়ের যে রাজনীতির স্বপ্ন দেখেছিলেন বিএনপি নেতৃবৃন্দ, সেটি ভেঙ্গে যাওয়ায় রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা। দলটির অভ্যন্তরে নানা ধরনের হতাশা ও দিগভ্রান্ত অবস্থা তৈরি হয়েছে, তা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা টের পেতে শুরু করেছেন। বিএনপির বিভ্রান্তিকর রাজনৈতিক অবস্থানের কারণে দলটির প্রতি শতভাগ আস্থা রাখতে পারছেন না নেতা-কর্মীরা। যার কারণে দলত্যাগ, অন্য দলে যোগদান, রাজনৈতিক নিষ্ক্রিয়তা, বিদেশ গমন বাড়ছে বিএনপির রাজনীতিতে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top