
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় । আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর পদক্ষিণ শেষে রেল গেইটে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।শোভাযাত্রায় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।