
মোহাম্মদ আলী, বিশেষ প্রতিনিধি : তিন দিনেও জামালপুর শের শেরপুর ব্রহ্মপুত্র সেতুর উপর থেকে অপসারিত হয়নি সিএনজি স্ট্যান্ড। যান চলাচলে ঘটছে বিঘ্ন। ক্ষুব্ধ হয়ে উঠছেন পথচারী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব।
জামালপুর শেরপুর ব্রহ্মপুত্র সেতুর উপর সিএনজি স্ট্যান্ডের ৩দিন অতিবাহিত হলেও সেতুর উপর থেকে এখনও সরানো হয়নি সিএনজি স্ট্যান্ড। রবিবার থেকে গড়ে উঠা এ অবৈধ স্ট্যান্ড মঙ্গলবার পর্যন্ত ছিল অপরিবর্তিত।
এ ব্যাপারে ঢাকা-শেরপুর রুটের ট্রাক চালক সুরুজ মিয়া বলেন, একে তো সেতুর উপর স্ট্যান্ড করা ঝুকিপূর্ণ তারপর আবার একটি ওপাশ থেকে একটি ট্রাক আসলে এপাশ থেকে আরেকটি ট্রাক সেতুর উপর দিয়ে যাওয়া যায় না। কারণ সিএনজি স্ট্যান্ড দখল করে রেখেছে অর্ধেক সেতু।
অপরদিকে সেতুর উপর দিয়ে চলাচলরত আঃ আজিজ, জহুরুল হক ও সামছুজ্জামানসহ অন্যান্য পথচারী ক্ষুব্ধতা প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের দেশে এটি কালচারে পরিণত যে, যতক্ষণ কোনো দুর্ঘটনা বা প্রাণহানী না হয় ততক্ষণ আমরা সতর্ক হই না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা দেখে মনে হচ্ছে তারা সেই দুর্ঘটনার অপেক্ষা আছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।