
সেবা ডেস্ক: বরগুনার রিফাতের হত্যাকারীদের পক্ষে আদালতে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। বেশি টাকা নিয়ে আপনারা এ সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। আইনজীবীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, শুধু টাকার জন্য খুনিদের পক্ষ কেন নেবেন? সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দাঁড়াবেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে খাতির করেন না উল্লেখ করে নাসিম বলেন, তিনি বিশ্বজিৎ ও নুসরাত হত্যাকাণ্ডের বিচার করেছেন। রিফাত ফরাজিকেও খাতির করবেন না।
তিনি বলেন, শুধু খুনিদের গ্রেফতার করলেই হবে না। সব খুনিকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদেরও গ্রেফতার করতে হবে। কারণ তাদের আশ্রয় না দিলে তারা এতবড় দুঃসাহস দেখাতে পারতো না। এরা রাজনৈতিক আশ্রয়ে থেকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সিনিয়র এই নেতা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।