
সেবা ডেস্ক: দুদিন আগে বরগুনার সরকারী কলেজের সামনে স্ত্রী সামনে স্বামীকে খুন। ঐ সময় অনেক দর্শক ছিল যারা দেখে মজা পেয়েছে, অনেক ক্যামেরাম্যান ভবিষ্যত নোবেল পুরস্কার পাওয়ার আশায় ভিডিও করতে ব্যাস্ত ছিল, আবার অনেকেই ফেসবুক লাইভ নিয়ে, অনেকে মোবাইল নেটওয়ার্ক কোম্পানী গালিগালাজ করেছে কারন তার পোস্ট সবার আগে পাবলিশ হচ্ছে না বলে, সকলেই ব্যস্ত ছিল, কিন্তু কেউ একটা লাঠি নিয়ে হামলাকারীদের তাড়া করেনি, কারন তাদের হাতে ধারালো দা আছে বলে, নিজের জিবন বাচলে, বাপের নাম।
তাই দেখে যাও কিছু বলোনা। সরকার আছে তো, পরে সরকারকে দোষারোপ করা যাবে।
ঘটনা পরবর্তীতে ঘটলো তাই, সবাই কি বলে! কোন অন্যায়ের বিচার হচ্ছে না, এটারো হবে না।
বিচার হবে, সবকিছুরই বিচার হয়। কিন্তু আমাদের পছন্দ হয়না, কারন ওগুলো আমরা আমাদের ক্যামেরাই বন্দি করতে পারিনা।
কোনটার বিচার হয়নি:-
১. নারায়নগঞ্জের সাত খুনের বিচার হয়েছে, তারা সবাই প্রভাবশালী, প্রভাবশালী মন্ত্রীর জামাই, কর্ণেল, মেজর, কন্ডেম সেলে বন্দি।
২. খাদিজা হত্যা চেষ্টায় ছাত্রলীগ নেতা বদরুলে যাবজ্জীবন সাজা হয়েছে এবং তা ভোগ করতেছে।
৩. বিশ্বজিত হত্যার বিচার হয়েছে, কারো মৃত্যুদন্ড হয়েছে, কারো যাবজ্জীবন কারাদন্ড হয়েছে, কেউ খালাস পেয়েছে।
৪. বিডিআর হত্যা মামলায় রেকর্ড সংখ্যক আসামীর মৃত্যুদন্ড হয়েছে।
৫. টিউবওয়েলে পড়ে নিহত শিশু জিহাদ মামলার ক্ষতিপুরন দেয়ার রায় হয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলী চাকরিচ্যুত হয়েছেন, বন্দি আছেন।
৬. রানা প্লাজার রানা একটি মামলায় সাজা ভোগ করছেন৷ আরো মামলা বিচারাধীন।
৭. টাইঙ্গাইলের প্রভাবশালী সরকার দলীয় এমপি রানার হত্যা মামলায় মৃত্যুদন্ড হয়েছে, কিছুদিন আগে হাইকোর্ট জামিন দিয়েছিল, রাষ্ট্রপক্ষ আপীল করে সেই জামিন স্থগিত করেছে।
৮. বাংলামোটরে একজন সরকার দলীয় মহিলা সাংসদের ছেলে রিক্সাওয়ালাকে খুনের অভিযোগে মৃত্যুদন্ডের রায় নিয়ে কারাগারে বন্দি।
৯. পাবনার সাবেক ভুমি মন্ত্রি শামসুল ইসলাম শরীফের ছেলে জমি দখল মামলায় কারাগারে বন্দি।
১০. কিছুদিন আগে সাবেক আওয়ামি লীগ নেতা এবং মন্ত্রি লতিফ সিদ্দিকি দুর্ণীতির মামলায় জামিন নিতে গিয়ে বন্দি হয়ে জেলে।
১১. শিশু রাজন হত্যা মামলার আসামীদের সৌদি থেকে ধরে এনে বিচার করা হয়েছে।
১২. ব্লগার রাজিব হত্যার বিচার হয়েছে।
১৩. র্যাবের গুলিতে পা হারানো লিমন বিচার পেয়েছে, আসামীদের শাস্তি হয়েছে।
১৪. গ্রীন লাইন পরিবহন মালিককে কি করতেছে তা তো দেখতেই আছি।
এবার বলুন কোন প্রভাবশালীরা রক্ষা পেয়েছে??
অথচ আগে আইন করে প্রভাবশালীদের দায়মুক্তি দেয়া হয়েছিল, ভুক্তভোগীরা বিচারও চাইতে পারতো না।
তাই ঢালাও ভাবে চোখ বন্ধ করে যখন কেউ বলে, কোন অন্যায়ের বিচার হচ্ছে না, এটারো হবে না ।
স্যরি টু সে, তাদের সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে,খুব বাঁধে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।