কাবা শরিফের যেসব স্থানগুলোতে দোয়া কবুল হয়

S M Ashraful Azom
0
কাবা শরিফের যেসব স্থানগুলোতে দোয়া কবুল হয়
সেবা ডেস্ক: পবিত্র কাবা শরীফ একটি বড় ঘন আকৃতির ইমারত, যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারাম মসজিদের মধ্যখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটি কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে।
ইসলামে কাবা শরীফকে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে, পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সে দিকে মুখ করে নামাজ পরেন। হজ্জ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন।

পবিত্র মক্কায় কাবা শরিফের বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। জেনে নিন যেসব জায়গায় দোয়া করা দরকার।

মাতাফে (তাওয়াফ করার স্থানকে মাতাফ বলে) দোয়া কবুল হয়। মুলতাজাম- হাজরে আসওয়াদ থেকে বায়তুল্লাহর দরজা পর্যন্ত স্থানে দোয়া কবুল হয়। হাতিমের মধ্যে দোয়া কবুল হয়। মিজাবে রহমতের মধ্যে, কাবাঘরের ভেতরে দোয়া কবুল হয়।

জমজম কূপের কাছে (যদিও কূপ এখন বেসমেন্টের নিচে), মাকামে ইব্রাহিমের কাছে, সাফা ও মারওয়া পাহাড়ের ওপর দোয়া কবুল হয়। সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যখানে, বায়তুল্লাহর দিকে যখন নজর পড়ে তখন দোয়া কবুল হয়।

রুকুনে ইয়ামেনি ও হাজরে আসওয়াদের মধ্যখানে, আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে এবং মিনার মসজিদে খায়েফে দোয়া কবুল হয়। এছাড়াও কঙ্কর মারার স্থানে দোয়া কবুল হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top