
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : “আমরা ভাতা চাই না,চাকুরী চাই ”এ শ্লোগানে জামালপুরের ইসলামপুরে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ গেটের সামনে মঙ্গলবার প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধি ফাউন্ডেশনের সভাপতি মুকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহন মন্ডল,সদস্য ফজল উদ্দিন,মতিউর রহমান,লালচান মিয়া।
বক্তারা, যাদের স্কুল সনদ থেকে শুরু করে ভার্সিটি সনদ পর্যন্ত অর্জন করেছে তাদের ভাতা’র পরিবর্তে সরকারি চাকুরির নিশ্চয়তা দাবী জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।