
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: "মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ (১৭ থেকে ২৩ জুলাই) উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিতে বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, কৃষি কর্মকতা কল্যাণ প্রসাদ পাল, বেটেরিনারী সার্জন ডাঃ রেহানা খাতুন সহ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।