সিলেটের ভোলাগঞ্জ, সাদাপাথর, বিছানাকান্দি ভ্রমণে নিষেধাজ্ঞা

S M Ashraful Azom
0
সিলেটের ভোলাগঞ্জ, সাদাপাথর, বিছানাকান্দি ভ্রমণে নিষেধাজ্ঞা
সেবা ডেস্ক: সিলেটের পর্যটন স্পট ভোলাগঞ্জ, সাদাপাথর ও বিছানাকান্দি ভ্রমনে পর্যটকদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর স্রোত বেড়ে এই তিনটি পর্যটনকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ ও সাদাপাথর এবং গোয়াইনঘাট উপজেলায় বিছানাকান্দি পর্যটনকেন্দ্র অবস্থিত।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল সারাবাংলাকে জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিছানাকান্দি ভ্রমণ এখন খুবই ঝুঁকিপূর্ণ। তাই গত শনিবার (১৩ জুলাই) থেকে এই পর্যটনস্পটটিতে ভ্রমণেও ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একইভাবে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি সারাবাংলাকে বলেন, ‘ভোলাগঞ্জ ও সাদা পাথর বেড়াতে যাওয়া এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই গত ৩/ ৪ দিন থেকে আমরা এখানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।’

তবে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি এবং উজানের ঢল কমে এলে অবস্থার পরিবর্তন হতে পারে। তখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য অবশ্য তারা পর্যটকদের কাছে তিনি দুঃখও প্রকাশ করেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top