
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের নিশিবয়রা গ্রামে নির্মিত এডিপি প্রকল্পের গাইড ওয়াল ভাড়ী বর্ষণে ধ্বসে গেছে। এতে ঐ এলাকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ প্রায় ৫শতাধিক মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের নিশিবয়রা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের বাড়ী সংলগ্ন এডিপির নির্মিত রাস্তার গাইড ওয়ালটি ভেঙ্গে পরে আছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বাড়ী ও জমির উপর পানি দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। যেবাভে বন্যা আসতেছে তাতে পাসের ববাড়ীর বিল্ডিং ধ্বসে যাবে। এতে ঐ এলাকার প্রায় ৫ শতাধিক মানুষকে দুর্বিষহ জীবন যাপন করছে।
এ ব্যাপারে স্থানিয় বাসিন্দা আলহাজ তালুকদার সহ অনেকেই জানায়, এই গাইড ওয়ালটি ভেঙ্গে যাওয়ার কারণে আমদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। আমাদের সন্তানরা ঠিকমত স্কুল-কলেজে জেতে পারছেনা। আমরা এখন দুর্বিষহ জীবন যাপন করছি।
ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী বলেন, গত কয়েকদিন ভাড়ী বর্ষণে নিশিবয়রা গ্রামে একটি রাস্তার গাইড ওয়াল ধ্বসে গেছে আমি জানি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে জরুরী ভাবে মেরামত করার চেষ্টা করবো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।