
জামালপুর সংবাদদাতা : উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির আরো ভয়াবহ রুপ ধারন করেছে। জেলার সাত উপজেলায় ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে , বন্ধ হয়ে গেছে সড়ক ও রেল পথ ।
গত ২৪ ঘন্টায় যমুনার পানি ০৫সেন্টিমিটার বেড়ে বুধবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করা জেলার ৫৯ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে পুকুরের মাছ ,মুরগীর খামার, গরুর খাবার, বির্স্তিণ ফসলেন মাঠ। সড়কগুলো পানিতে ডুবে যাওয়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও দুরমুট ,মেলান্দহ ,অপর প্রান্তে বঙ্গবন্ধু সেতু র্পূব , তারাকান্দি ,রেল স্টেশনে লাইনে পানি উঠায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। পানি বৃদ্ধির কারনে বন্যা কবলিত এলাকায় ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, জামালপুরে বন্যা কবলিত ৯০হাজার ২শত পরিবারের ৫লাখের অধিক মানুষ। এদিকে পানি বাড়ার সাথে সাথে শুকনো খাবারের তীব্র অভাবের পাশাপাশি শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে । কিছু এলাকায় দেখা দিয়েছে চর্ম রোগ এবং শিশুদের সর্দি জ্বর ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ৭শত৫০ মে:টন চাল ও নগদ ১০লাখ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। এছাড়াও বন্টন করেছে ২ হাজার প্যাকেট শুকনো খাবার, জেলায় ১৪টি করে মেডিকেল টিম দেওয়া আছে । এদিকে বন্যা কবলিত এলাকায় যুব সমাজের উদ্দ্যোগে রুকরাই এলাকায় খোলা হয়েছে নংগর খানা প্রতিদিন এক বেলা করে খাবারের ব্যবস্থা করা হচ্ছে সেখান থেকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।