
সেবা ডেস্ক: ভালবাসার টানে নজির আছে সিংহাসন ছাড়ার। সেই ভালবাসা আর প্রেমের টানেই নিজ দেশ ছাড়লেন মার্কিন নারী সারলেট (Charlotte)। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে।
২০১৩ সালের ৪ঠা নভেম্বর ফেইসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব প্রেম। দুই দেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় তাকে।
বিয়ের পর গণমাধ্যমে উঠে আসে এই দম্পত্তির কথা।
এলাকায় মানুষের মুখে মুখেও তাদের নাম। ফুলসজ্জা থেকে শুরু করে নববধূকে নিয়ে আপ্যায়ণ অতিথিপরায়নতা সবই হয় সোহেল হোসেনের নিজ গ্রামের শ্রীরামপুর দাইয়ুম উল্যাহ পাটওয়ারী বাড়ীতে। মার্কিন এই নারীকে দেখতে আসেন ওই এলাকার হাজার হাজার মানুষ। মার্কিন নারী সারলেট (Charlotte) এর বাড়ী আমেরিকার নিউজার্সিতে। এর আগে ২০১৬ সালে ১৭ জুলাই বাংলাদেশে এসে তাদের বিয়ে হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।