![]() |
কবির হোসেন(২০) |
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধুকে হত্যার চেষ্টায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বন্ধু কবির হোসেন (২০)কে গলা কেটে হত্যার চেষ্টা করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, চকবালিয়া গ্রামের জুরান আলীর ছেলে সাকিল (১৯), নগদা গ্রামের হাফিজুরের ছেলে সোহান (২০) ধানাটা গ্রামের টিক্কা খানের ছেলে রবিন (১৯)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কবিরের বাড়িতে তিন বন্ধু রাত যাপন করে। এ সময় কবিরসহ বন্ধুরা মিলে নেশা করে। কবিরকে বেশি করে নেশা খাইয়ে ঘরে এক বন্ধুকে পাহাড়া রেখে বাকী দুই বন্ধু কবিরের মোটর সাইকেল চুরি করে। রাতেই চোরাই মোটরসাইকেলটি সিরাজগঞ্জের ভেটুয়া ঘাটের কাছে রেখে আসে। পরে ঘুমন্ত কবিরকে বেøড দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে।
কবিরের মা কল্পনা বেগম বলেন, সকালে কবিরকে ডাকতে গিয়ে দেখি তার পুরো শরির কাথা দিয়ে ঢাকা। পাশে তিন বন্ধু শুয়ে আছে। ছেলে কবিরকে রক্তাক্ত দেখে আমি চিৎকার করি। এ সময় লোকজন এসে কবিরকে হাসপাতালে নেয়া হয়। একই সাথে তিন বন্ধুকে আটকে রাখে বিক্ষুব্দ এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ এসে তাদের কে নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসাইন জানান, চুরিকৃত মোটর সাইকেল উদ্ধারে অভিযান চলছে। কবিরের গলা কাটার পড়ে রক্ত বের হতে দেখে তাদের মায়া লাগে তাই তাকে হত্যা করেনি বলে জানিয়েছেন ঘাতক রবিন। রবিন আন্তঃজেলা চোরাকারবারীর সাথে জড়িত।
জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য পাওয়া যেতে বলে আশা করছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।