
মধুপর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তাবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানমের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় ও ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত এ দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. শহীদুল ইসলাম।
উক্ত কর্মশালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তাবায় বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার মূল উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।