
মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ও গুমের মিথ্যা তথ্য প্রকাশের দায়ে জামালপুর আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি খারিজ করেছে বিজ্ঞ আদালত। প্রিয়া সাহা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।
রোববার জামালপুরের আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন বাদী হয়ে আমলি আদালতে মামলাটি দায়ের করেন। জামালপুর মুখ্য বিচারিক হাকিম প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলাটি দায়ের করে দেন। পরে ওই আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর বাদীর আবেদন আমলে না নিয়ে মামলাটি খারিজের আদেশ দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।