গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ। জননেত্রী শেখ হাসিনার চিঠি

S M Ashraful Azom
0
গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ। জননেত্রী শেখ হাসিনার চিঠি
সেবা ডেস্ক: ২০০৭সালে ১৬ জুলাই আজকের এই দিনে তৎকালীন ফখরুদ্দিন-মঈনুদ্দিন সেনা সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী,গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের বাঙ্গালি জাতির গণতন্ত্রকে চিরতরে হত্যা করতে চেয়েছিল।

বাংলার শান্তি প্রিয় জনগণ জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদের বিক্ষোভে ফেটে পড়েন। ছাত্র,যুবক, শিক্ষক, কৃষক,চিকিৎসক থেকে শুরু নানান পেশার মানুশ সবাই রাজপথে নেমে আসেন। আন্দোলন শুরু করেন সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ছাত্রলীগের নেতৃত্বে। শুধু দেশের নয় সারা বিশ্বে শেখ হাসিনাকে গ্রেপ্তারের খবরে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। দীর্ঘ ১১ মাস বন্দী থাকার পর আন্দোলন সংগ্রামে মাধ্যমে তৎকালীন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার বাংলার গনমানুষের নেত্রী শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দিতে বাধ্য হন।

২০০৮ সালে ২৯ শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রে নব সূচনা হয়।

নিচে দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনার চিঠি..

প্রিয় দেশবাসী
আমার সালাম নিবেন।
আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
কোথায় জানি না, আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি। জীবনে কোন অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামীন ও আপনারা দেশবাসী আপনাদের উপর আমার ভরসা !!
 
আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুক্ষে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সাথে আমৃত্যু থাকব। আমার ভাগ্যে যা-ই ঘটুক না কেন আপনারা বাংলার জনগনের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগনের হবেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুখী মানুষের মুখে হাসি ফোটাবই !!

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

-শেখ হাসিনা
১৬/০৭/২০০৭


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top