
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন প্রধান অতিথি মেয়র এজিএম বাদশাহ।
বাজেটে ১০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৬৯৪ টাকার আয় ও ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নিরঞ্জন কুমার দাসের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর আওয়ামী লীগের আহŸায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ম আহŸায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদরত-ই-খুদা জুয়েল, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংবাদিক রফিকুল আলম, পৌরসভার সচিব শাহিনূর ইসলাম, প্রকৌশলী আবু হাসান ভূইয়া, কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, বাবুল আক্তার বাবু, ফজলুল হক সোনা, ফরিদ উদ্দিন, সোলায়মান আলী, রেনুকা খাতুন, আলেকা বেগম, সমাজসেবক শামসুল হক ও লাইট হাউস ধুনট শাখার রেসপন্সিবল প্রকল্পের প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।