
সেবা ডেস্ক: আজ ১১ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সফর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম ( বার)।
সকাল ১০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের স্মরণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত ভাস্কর্য “রণবীর’৭১”, অস্ত্রাগার ভবন, নারী ব্যারাক ভবন, অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের অফিস কাম বাসভবন, শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুলের পাঠাগার “বঙ্গবন্ধু কর্ণার” এর শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বাঁশখালী থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে তাদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএমকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবুর রহমান, বিপিএম, পিপিএম। এ সময় চট্টগ্রামস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।