বকশীগঞ্জে হাইড্রলিক হর্ন নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা সভা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে হাইড্রলিক হর্ন নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা সভা
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে শব্দ দূষণ রোধে “হাইড্রলিক হর্ন নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

দি ইয়ুথ এন্ডেভারস বাংলাদেশ এর নেটওয়ার্ক ভূক্ত সংগঠন সমূহের উদ্যোগে এবং একশন ফর রুরাল পওর (এআরপি) এর বাস্তবায়নে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপলেজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, বকশীগঞ্জ থানার উপ-পরিদশক শরীফ আহমেদ, একশন ফর রুরাল পওর (এআরপি) এর নির্বাহী পরিচালক মোফাজ্জল হক আলম, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎনা আক্তার, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ।

আলোচনা সভায় বকশীগঞ্জে যত্রযত্র শব্দ দূষণ ও হাইড্রলিক হন বাজানো নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য অনরোধ করা হয়।

একই সাথে শব্দ দূষণ রোধে সকল যানবাহন মালিক ও চালকদের সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সভা সেমিনার করার পরামর্শ দেওয়া হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top