
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাবু মিয়া (১৫) নামের স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
বাগুয়ারচর গ্রামের শিক্ষক মো. আব্দুল মালেক জানান, গতকাল বুধবার দুপুর আড়াই টার দিকে উপজেলা বন্দবেড় ইউনিয়নের বলদমারা নৌকা ঘাট নামক স্থানে ব্রহ্মপুত্র নদে পাঁচজন বন্ধু মিলে গোসল করতে নামে। ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে বাগুয়ারচর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে সোনাভরি হাইস্কুলের নবম শ্রেণি ছাত্র বাবু মিয়া পানির নিচে ডুবে নিখোঁজ হয়।
নিখোঁজ বাবুর চাচা বলদমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, কয়েকজন বন্ধু মিলে নদীতে গোসল করার সময় নদীর স্রোতে পানির নিচে ডুবে যায়, বাঁশের নগী দিয়ে বন্ধুরা বাঁচানোর চেষ্টা করে, নদীতে অতিরিক্ত স্রোতে থাকায় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজা খোঁজির পরও তাকে পাওয়া যায়নি।
বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির হোসেন এ ঘটনার সত্যতাস্বীকার করে বলেন, ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ বাবু কে অনেক খোঁজাখোঁজি করে পাওয়া যায়নি। নৌকা দিয়ে তাকে খোঁজাখোঁজি চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।