
সেবা ডেস্ক: দেওয়ানগঞ্জে হিজড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার ঝালোপাড়া, চর কালিকাপুর, চুনিয়াপাড়া, মাটিয়াখোলা, গোবিন্দনগর গ্রামের ৫শতাধিক বন্যা দূর্গত মানুষের মাঝে নৌকা দিয়ে বাড়ি বাড়ি চিড়া, মুড়ি, গুড় বিতরণ করা হয়।
এসব শুকনো খাবার বিতরণ করেন, হিজড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি কেয়া আক্তার মুন্নি।
মুন্নি জানান, আমার সংগঠন মানব কল্যাণের জন্য, মানুষের দূর্যোগের সময় অসহায়দের পাশে দাড়ানোই আমার মূল লক্ষ্য। আমি একজন মহিলা আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।