
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি বিপদ সীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । অব্যাহত পানি বৃদ্ধির কারনে বন্যার পরিস্থিতি স্বরণকালের ভয়াবহ রূপ ধারণ করেছে ।
বুধবার রাতে নতুন করে বকশীগঞ্জ পৌর শহরের ৫টি ওয়ার্ডের বাসাবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে পৌর শহরসহ, কামালপুর, বগারচর, সাধুরপাড়া,মেরুরচর ও নিলাক্ষিয়া ইউনিয়নের ১৩০টি গ্রামের প্রায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব পানিবন্দি মানুষগুলো সীমাহীন দূর্ভোগে পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মেরুরচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে মিনহাজ (৪) পানিতে ডুবে মারা গেছে।
এছাড়া বুধবার রাতে উপজেলা মেরুরচর ইউনিয়নের চিনারচর গ্রামে কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ পানির তোড়ে বিলীন হয়ে গেছে। অপদিকে বন্যা দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র অভাব দেখা দিয়েছে। এসব দূর্গত মানুষগুলো বিপাকে পড়েছে।
উপজেলা প্রশাসন পক্ষ থেকে নিত্য প্রয়োজনী খাদ্য খাবার প্যাকেট বিতরন করছেন। যা প্রয়োজন তুলনা অত্যন্ত অপ্রতুল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।