
সেবা ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এবারের বাজেট বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সে জন্য ডিউটি এডজাস্ট (কর সমন্বয়) করা হয়েছে।
কোনো ক্ষেত্রে বাড়ানো ও কোনো ক্ষেত্রে কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
বেনাপোল চেকপোস্টে রোববার বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন শেষে মোশাররফ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, ট্রলি দেয়ায় যাত্রীদের হয়রানি কমবে, দালালরা ব্যাগেজ টানাটানি করতে পারবে না। এনবিআরের মেম্বার এডমিন খন্দকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি রয়, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৩টায় বেনাপোল কাস্টমস ক্লাবে ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কাস্টমস। এতে সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিমসটেক মহাসচিব শহিদুল ইসলাম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এবং যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার শওকাত হোসেন।
কাস্টমস বন্দর ও চেকপোস্টের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন। পরে রাজস্ব খাতে বিশেষ অবদান রাখার জন্য ১০ জন ব্যবসায়ীকে সম্মাননা সনদ দেন এনবিআর চেয়ারম্যান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।