বকশীগঞ্জে বন্যায় বিলেরপাড় গ্রামে ধ্বংসস্তূপ

S M Ashraful Azom
0
Flood in Bakshiganj flooded village of Bil Paar
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ বন্যার ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে বিলের পাড় গ্রাম। বন্যার স্রোতের তোড়ে রাস্তা-ঘাট বিধ্বস্ত হয়ে গেছে এই গ্রামের। সরেজমিনে দেখা এই গ্রামের ধ্বংসস্তূপ। এখানো নৌকায় করে প্রয়োজন মেটাতে হচ্ছে এই গ্রামের মানুষের। অসহনীয় দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামের সকল মানুষের।

জানা গেছে, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে অবস্থিত বিলেরপাড় গ্রাম অন্যান্য গ্রামের চেয়ে অনেকটাই অবহেলিত একটি গ্রাম। এই গ্রাম সাধুরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত। এই ওয়ার্ডের তিন টি গ্রামের মধ্যে বিলেরপাড় বেশি অবহেলিত। এই গ্রামে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগে নি। এখানো পাঁকা হয় নি গ্রামের প্রধান রাস্তাটি। এরই মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়ে বিলেরপাড় গ্রাম। এই গ্রামের ৬০ ভাগ মানুষ এখনো পানি বন্দি। বন্যার প্রবল স্রোতের তোড়ে বিলেরপাড় গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি ধ্বংস হয়ে গেছে। এই সড়কটি গাজীরপাড়া বাজার থেকে শুরু করে বিলেরপাড় হয়ে কামালের বার্তী বাজার গিয়ে ঠেকেছে। পুরো রাস্তাটিতে বন্যার ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গ্রাম। এই রাস্তাটি পুরোটাই ভেঙে যাওয়ায় হেঁটে যাওয়ার মত আর অবস্থা নেই। নৌকা দিয়ে কোন রকমে পার হচ্ছেন এই গ্রামের মানুষ। রাস্তায় খাল তৈরি হওয়ায় শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে।

বিলেরপাড় গ্রামের শালু মিয়া জানান, এখনো তার ঘরের চারদিকে মাথা সমান পানি রয়েছে। ঘর থেকে বের হলেই নৌকা ছাড়া সম্ভব নয়।

একই গ্রামের তাইরুল হাসান মাস্টার বলেন, গ্রামের প্রধান রাস্তাটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা ইচ্ছা করলেই যেখানে সেখানে যেতে পারছি না। তিনি অবিলম্বে রাস্তাটি পুনঃমেরামতের দাবি জানিয়েছেন।

এই গ্রামের ব্যবসায়ী হাজী কিংরাজ বলেন, স্থানীয় একটি বাজারে তিনি সার-বীজের ব্যবসা করেন। রাস্তা গুলো খাল হওয়ায় প্রতিদিনিই পানিতে সাঁতরিয়ে তাকে বাজারে যেতে হচ্ছে।

বন্যার স্রোতের তোড়ে বিলেরপাড় গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাস্তাঘাট স্বাভাবিক না হওয়ায় গ্রামের সকল শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
এই গ্রামের মানুষ দ্রুত তাদের প্রধান রাস্তাটি পুনঃমেরামতের দাবি জানান।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সাথে কথা হলে তিনি বলেন, বন্যায় এই গ্রামের প্রধান রাস্তাটি পুরোটাই ভেঙে যাওয়ায় মানুষের খুবই দুর্ভোগ শুরু হয়েছে। পানি নেমে গেলে সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান জানান, সকল বিধ্বস্ত রাস্তার তথ্য নেওয়া হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top