
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ২৫ জুলাই এই ওয়ার্ডের ভোট গ্রহণের তারিখ ছিল। বুধবার বিকালে নির্বাচন কমিশনের এক আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান , বন্যার কারণে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এমনকি সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বন্যার কারণে বন্ধ থাকায় কমিশন এই ওয়ার্ডের নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত করেন।
উল্লেখ্য , গত ১৪ মার্চ ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার মোল্লা মারা গেলে ২৫ জুলাই এই ওয়ার্ডের উপনির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।
এই নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। দুই হাজার ৯০ জন ভোটার তাদের ভোট দেওয়ার কথা ছিল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।