
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রায় এক মাস ধরে ভূমি উন্নয়ন কর আদায় বন্ধ রয়েছে। ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ বই সংকটের কারনে কর আদায় করা হচ্ছে না। ফলে এ উপজেলায় ভ‚মি মালিকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ১০ ইউনিয়নের ভূমি অফিসে সংশ্লিষ্ট এলাকার জমির মালিকদের নিকট থেকে রশিদ মুলে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। প্রায় এক মাস ধরে ১০টি ভ‚মি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ বই সংকট সৃষ্টি হয়েছে। এ কারনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা জমির মালিকদের নিকট থেকে কর আদায় করতে পারছে না। এদিকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে না পেরে জমির মালিকেরা নানা ধরনের জটিলায় পড়েছেন।
বুধবার সকালের দিকে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার উজালশিং গ্রামের আলা উদ্দিন নামে এক কৃষক কর পরিশোধের জন্য এক সপ্তাহ ধরে ভূমি কর্মকর্তার নিকট ঘুরে কোন কাজ হচ্ছে না। তিনি জানান, তার মেয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুশয্যায়। মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে জমি বিক্রি করবেন। কিন্ত কর পরিশোধের রশিদ ছাড়া দলিল (নিবন্ধন) না হওয়ায় জমি বিক্রি করতে পারছেন না।
ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ছাড়া কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণের টাকা উত্তোলন করতে পারছেন না।
ধুনট ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রায় এক মাস ধরে কর পরিশোধের রশিদ বইয়ের সংকট চলছে। এ কারনে জমির মালিকদের নিকট থেকে কর আদায় করতে পারছি না। প্রতি মাসে প্রায় এক লাখ টাকা কর আদায় করা হয়। কিন্ত রশিদ বইয়ের অভাবে এবছর কর আদায়ের লক্ষমাত্রা অর্জিত হবে না বলে আশংকা করা হচ্ছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ধুনট শাখা ব্যবস্থাপক মানিক কুমার সাহা জানান, ঋণ বিতরনের বিধি অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ছাড়া কোন গ্রাহককে ঋণ বরাদ্দ দেওয়া যায় না।
ধুনট উপজেলা সাব-রেজিষ্ট্রার রিপন চন্দ্র মন্ডল বলেন, ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ছাড়া জমি রেজিষ্ট্রেশনের কোন বিধান নেই। তবে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার নিকট থেকে কর পরিশোধের প্রত্যায়ন পত্র জমা দিলে জমি দলিল (নিবন্ধন) করতে বাধা নেই।
এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা বলেন, কর পরিশোধ বই না থাকায় ভূমি মালিকদের নিকট থেকে কর আদায় করা যায়নি। তবে দুই একদিনের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে বলে উর্ধতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।