ইসলামপুরে বন্যা: বানভাসীদের শুকনো খাবারের দাবী

S M Ashraful Azom
0
ইসলামপুরে বন্যা বানভাসীদের শুকনো খাবারের দাবী
লিয়াকত হোসাইন লায়ন,জামলপুর প্রতিনিধি : পানি বৃদ্ধি না পাওয়ায় জামালপুরের ইসলামপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি শুক্রবার হ্রাস পেয়ে বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের ঢলের পানি এবং টানা বর্ষণে সৃষ্টি বন্যায় উপজেলার ১২টি ইউনিয়নের ও পৌরসভার  কমপক্ষে তিন লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

বন্যার পানিতে রেলপথ ডুবে যাওয়ায় ইসলামপুর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেল লাইনসহ বেশ কয়েকটি হাট-বাজার বন্যার পানিতে তলিয়ে গেছে।

চিনাডুলী ইউনিয়নে বামনা সড়কে ৫শতাধিক পরিবার আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রতিদিনের মত বৃহস্পতিবার খিচুরী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা চাউলের পরিবর্তে প্রতিনিয়তই শুকনো খাবারের দাবী জানিয়েছে। এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার পানিবন্দি মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে। তারাও প্রতি নিয়তই চালের শুকনো খাবারের পাশাপাশি গো খাদ্যের দাবী জানিয়েছে। কবলিতরা জানান চাল পেলে কি হবে উনুন জ্বালানোর মত জায়গা না থাকায় সমস্যা প্রতি নিয়তই ভোগ করতে হচ্ছে।

বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন  ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ইসলামপুর উপজেলায় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও সংসদ সদস্য হোসনে আরা বেগম এবং জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ এবং বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক,খোরশেদ আলম বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। দুর্যোগ  ও ত্রান মন্ত্রী শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top