গোবিন্দগঞ্জে ২ শিশু অপহরণকারী আটক : শিশু উদ্ধার

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জে ২ শিশু অপহরণকারী আটক  শিশু উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও  এলাকাবাসীর সহায়তায় ২ শিশু অপহরণকারী আটক : শিশু উদ্ধারকরা হয়েছে ।

১৮ জুলাই সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের দুদু মিয়ার ছেলে শিশু সিয়াম (১৩) তার ফুলাহারস্হ দুলাভাইে বাড়ী হতে কাকে না বলে ঢাকা যাবার জন্য বালুয়া বাজারস্হ সৈকত কাউন্টারে গেলে কাউন্টার মাষ্টার আসামি সৌরভ শিশুটিকে ঢাকায় পাঠানোর কথা বলে টিকিটের জন্য ৪৭০/- ও একটি মোবাইল সেট নিয়ে নেয়। এরপর অপর ৫ আসামি তথায় আসলে সকলে মিলে আলোচনা সাপেক্ষে শিশু সিয়ামের দুলাভাইের মোবাইলে ফোন দিয়ে সিয়াম তাদের হেফাজতে আছে বলে ৫ লাখ টাকা দাবি করেএবং আসামিরা সিয়াম কে নিয়ে দুই মোটরসাইকেল যোগে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে এবং তার দুলাভাইয়ের সাথে দর কষাকষি করে শেষ পর্যন্ত ১০ হাজার টাকা বিকাশে দিতে বলে।এর এক পর্যায়ে আসামিরা সিয়াম কে নিয়ে কাটামোড় হতে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ আসার পথে সিয়ামের দুলাভাই ও বোন খোজাখুজির এক পর্যায়ে তাদেরকে দেখে ফেলে চিল্লাচিলি­ করলে কামারপাড়া এলাকায় লোকজন সিয়াম সহ দুই অপহরণকারীকে মোটরসাইকেল সহ আটক করে বাকি ৪ অপহরণকারী অপর মোটরসাইকেল সহ পালিয়ে যায়।এরপর উত্তেজিত এলাকাবাসী দুই অপহরণকারী কে গণপিটুনি দেয়ার কালে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে জনগণকে ছত্রভংগ করে অপহরণকারদের জনরোষ হতে উদ্ধার করে আটক করে ও শিশুটি কে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ ।

এ বিষয়ে নিশ্চিত করে থানা অফিসার ইনর্চাজ জানান, এঘটনায় থানায় ৬ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top