
সেবা ডেস্ক: আজ লর্ডস এর মাঠে পাকিস্তানের বিপক্ষে মাশরাফির শেষ ম্যাচ কিনা!
অনুশীলনে আসেননি, ফ্রেস-ব্রিফিং এ আসননি, পা ফুলে গেছে... কে জানে আজ মাশরাফির শেষ ম্যাচ কিনা?
লাল সবুজের জার্সি গায়ে হয়তো আজকের পর আর দেখা যাবেনা মানুষটিকে, কে জানে আজ তার শেষ ম্যাচ কিনা?
আমি বিশ্বাস করি, যদি মাশরাফি বিদায় নেন আজ, তবে সতের কোটি মানুষের হয়েই বিদায় নিবেন!
এতদিন তাকে নিয়ে যে মানুষটি সমালোচনার ঝড় তুলেছে, আমি হলফ করে বলতে পারি সেও একজন মাশরাফির ভক্ত?
রাজনৈতিক কারনে যে আজ চায়ের দোকানে মাশরাফিকে ধুয়ে দিচ্ছে, সেও মনের বিরুদ্ধে মাশরাফির বিপক্ষে বলে বলে অতিষ্ঠ।
ধৈর্য্য হারিয়ে যে ছেলেটি মাশরাফিকে গালি দিয়ে ফেসবুক স্ট্যাটাস লিখেছে, সেও চায়নি তার প্রিয় তারকার বিদায় লগ্ন এতটা ধূসর হোক।
গত আঠারো বছরে আমরা তাকে সাতটি ক্ষত দিয়ে যেই বাংলাদেশ আদায় করে নিয়েছি, তা প্রত্যাশার চাইতে অনেক! অনেক বেশি
জানিনা আজ তার শেষ ম্যাচ কিনা... হয়ত জানার জন্য খেলা মাঠে গড়ানো পর্যত অপেক্ষা করতে হবে... ম্যাশের বিদায় নিয়ে কী-বোর্ডে আঙ্গুল চালানোর শক্তি আমার নেই... গুছিয়ে লিখতে চেয়েও লিখতে পারছি না...
শুধু বলবো, আঠারো বছর ধরে যেই দেশের পতাকার ভার বহন করে আপনি এতদূর নিয়ে গেছেন, যেই জার্সিটাকে গায়ে জড়িয়ে বিশ্বের সব বাঘা বাঘা দলের বুকে কাঁপন ধরিয়েছেন... সেই দেশের পাশে, সেই জার্সির পাশে আপনাকে অবিভাবক এর বেশে দেখতে চাই... আপনি সার্ভিস দিবেন, আপনি কোচিং করাবেন, আপনি দলের সাথে থাকবেন, আপনি ভরসা দিবেন... যতদিন আপনার হৃদয়ে ক্রিকেট আছে, যতদিন আপনার প্রেমে বাংলাদেশ আছে...
ইনশাআল্লাহ, একদিন বাংলাদেশের পাওয়া প্রথম বিশ্ব আসরের ট্রফিটা আপনার হাতে চড়েই বাংলাদেশে আসবে... হয়তো তখন আপনার পাশে থাকবে এগারোটা তরুণ বাঘ...
স্বপ্ন তো পূরন হবেই, আজ না হোক কাল,
আপনিই সেই স্বপ্নের সারথী, বেঁচে থাকবেন বাংলাদেশ ক্রিকেটে, অনন্তকাল...
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।